১২ মে, ২০২৩ ১৯:১৮

শেরপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ঝিনাইগাতি উপজেলার মহারশি নদীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মারা যাওয়ার খবর পাওয়া গেছে।একজন ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (১০), অপরজন নুরল ইসলামের ছেলে মহিবুল্লাহ (৭)। তারা দুজনেই মাদ্রাসা শিক্ষার্থী ও নদীর পাশেই তাদের বাড়ি। আজ শুক্রবার দুপুরে ওই দুই শিশু নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় ওই দুই শিশু গোসল করতে নেমে উঠে না আসায় লোকজন পানিতে নেমে তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে দুজনের লাশ ভেসে উঠে। পরে হাসপাতালে আনা হলে ডাক্তার দুজনকেই মৃত বলে ঘোষণা করে। এই দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতি থানার ওসি মনিরুল ইসলাম বলেছেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর