গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি এলাকায় শনিবার দুপুরে পুকুরে ডুবে এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
নিহত হলো, ঢাকা জেলার আশুলিয়া থানার পূর্ব বাইদগ্রাম এলাকার করম আলীর ছেলে আনিস হোসেন (১০)। সে পূর্ব বাইদগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা চাতৈলভিটি এলাকায় শনিবার দুপুরে আনিসসহ পাঁচ জন বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে আনিস হোসেনের বন্ধুদের বলে আমার শরীরে কাদা। আমি পরিষ্কার করে আসিতেছি। অনেক সময় পেরিয়ে গেলেও আনিস না আসায় বন্ধুরা আবার পুকুরে এসে আনিসকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজিরে একপর্যায়ে তারা দেখে আনিছ পুকুরে পানিতে মরে আছে। এ সময় তার বন্ধুরা কান্নাকাটি করলে এলাকাবাসী পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এস আই) রাফসান মোল্লা জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম