১৩ মে, ২০২৩ ২০:৫৩

তারাকান্দায় মাদক ব্যবসায়ীসহ ৩ আসামি গ্রেফতার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

তারাকান্দায় মাদক ব্যবসায়ীসহ ৩ আসামি গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দায় হেরোইন ও গাঁজা ব্যবসায়ীসহ ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আজ শনিবার (১৩ মে) তাদের আদালতে প্রেরণ করা হয়। 

জানা যায়, শুক্রবার রাতে তারাকান্দা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাঈম মিয়া (২০), ৫ গ্রাম হেরোইনসহ বাচ্চু মিয়া (৪০) ও ওয়ারেন্টমূলে পশ্চিম ঢাকিরকান্দা গ্রামের বুলবুল (২৫)কে গ্রেফতার করে। এরপর আজ তাদেরকে বিধি মোতাবেক ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে সরকার বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর