১৪ মে, ২০২৩ ১৭:৫৩

বগুড়ায় ৪ প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ৪ প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া। রবিবার বেলা ১২টায় শহরের ফতেহ আলী বাজারে এ জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী। তিনি জানান শহরের ফতেহ আলী বাজারে অস্বাস্থ্যকর খাবার বিক্রয়ের অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে চুড়িপট্টিতে বিভিন্ন আমদানিকারকদের কসমেটিকস, কোমল পানীয় ও চকলেটের দোকানে বৈধ স্টিকারযুক্ত পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর