১৪ মে, ২০২৩ ১৯:২১

মেঘনা নদী থেকে দুজনের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি


মেঘনা নদী থেকে দুজনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে নিখোঁজ এক কিশোর ইম সহ ২ জনের লাশ উদ্ধার করেছ নৌ পুলিশ। আজ বিকেলে সদর উপজেলার মাধবদীর উত্তর চরভাসানিয়া এলাকার মেঘনা নদী থেকে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।

নদী থেকে উদ্ধার হওয়া ওই কিশোরের নাম ইমন মিয়া (১৬)। সে সদর উপজেলার মাধবদী পৌরসভার উত্তর বিরামপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। অপর উদ্ধার হওয়া আরেক যুবকের পরিচয় পাওয়া যায়নি। 

নৌ পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে মাধবদীর উত্তর বিরামপুর এলাকা থেকে ইমন, সাব্বির ও আবদুল্লাহ নামের তিন কিশোর মেঘনা নদীর পাড়ে ঘুরতে যায়। বেলা একটার দিকে তারা তিনজনই মেঘনা নদীতে গোসল করতে নামে। ওই সময় তারা তিনজনই নদীতে তলিয়ে যেতে শুরু করে। এ সময় একটি বনভোজনের নৌকা পাশ দিয়ে যাচ্ছিল। কিশোরদের নদীতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে নৌকার মাঝি। দুই জনকে উদ্ধার করতে উদ্ধার করে। তবে ইমনকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ কিশোর ইমনকে উদ্ধারের জন্য ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে অভিযানে নামে নৌ-পুলিশ। নিখোজের ১ দিন পর আজ বিকেলে ইমনের লাশ উদ্ধার করা হয়। ওই সময় আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়। 

ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমীরুল হক সিকদার সাংবাদিকদের বলেন, নিখোঁজের ২৪ ঘণ্টা পর ইমন নামের ওই কিশোরের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া দুজনেরই লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর