১৫ মে, ২০২৩ ১৪:৫৮

কলাপাড়ায় জেলেদের মাঝে বাছুর বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় জেলেদের মাঝে বাছুর বিতরণ

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের মাঝে গাভী বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এসব বাছুর বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালণা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। 

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ উপজেলার ২৬ জন জেলেকে প্রধানমন্ত্রীর উপহার গরুর গাভী বাছুর বিতরণ করা হয়েছে বলে উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর