খুলনায় ফেন্সিডিল পাচার মামলায় নাহিদুল ইসলাম নাহিদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। এসময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১১ সালে ২৭ ডিসেম্বর নগরীর ময়লাপোতা সান্ধ্যবাজার এলাকায় ট্রাকে করে ফেন্সিডিল পাচারের সময় নাহিদুল গ্রেপ্তার হয়। ওই ট্রাক থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক জুলহাস বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ২০১২ সালের ১৯ মার্চ রাশিদুল ইসলাম আদালতে চার্জসিট দেয়। দীর্ঘ ১২ বছর পর এই মামলায় আসামিকে সাজা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম