শিরোনাম
১৭ মে, ২০২৩ ১২:১১

মাদারীপুরে পিকআপ উল্টে চালক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পিকআপ উল্টে চালক নিহত

প্রতীকী ছবি

মাদারীপুর জেলার ডাসারে একটি পিকআপ গাড়ি উল্টে শাকিল হাওলাদার (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল হাওলাদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মৃত মতিন হাওলাদারের ছেলে। 

জানা গেছে, পিকআপে গরু বোঝাই করে চালক শাকিল উপজেলার গোপালপুর এলাকা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ করে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় তিনি গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, নিহত ওই চালক গাড়িতে একাই ছিলেন। তার পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে পুলিশ। মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর