২১ মে, ২০২৩ ১৩:২৩

র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

অনলাইন ডেস্ক

র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আব্দুল করিম (৪৪) নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। আব্দুল করিম চারঘাটের মাড়িয়া শাহপাড়া গ্রামের মৃত আকারাম হোসেনের ছেলে।  

শনিবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার মহদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রবিবার (২১ মে) দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মহদীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ আব্দুল করিমকে আটক করা হয়। পরে তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে তাকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে মামলা দায়ের করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর