৩০ মে, ২০২৩ ১৪:৪৫

ফরিদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’- এই প্রতিপাদ্যে ফরিদপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

সপ্তাহব্যাপী এ মেলায় ফরিদপুর জেলার ১৮টি স্কুল -কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে মেলায় অংশ নিচ্ছে। 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও জেলা প্রশাসনের আয়োজনে মেলার প্রথম দিনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থীরা নতুন উদ্ভাবিত প্রযুক্তি দেখতে আসে।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

ফরিদপুর প্রতিনিধি।

‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। সপ্তাহ ব্যাপী এ মেলায় ফরিদপুর জেলার ১৮টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে মেলায় অংশ নিচ্ছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও জেলা প্রশাসনের আয়োজনে মেলার প্রথম দিনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থীরা নতুন উদ্ভাবিত প্রযুক্তি দেখতে আসে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর