পাবনার চাটমোহরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে বাবলু হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাটমোহর- ভাঙ্গুড়া মহাসড়কের গুনাইগাছা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল উদ্দিন মোজার ছেলে। তিনি মাংস বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, বাবলু চাটমোহর থেকে মোটরসাইকেল যোগে ভাঙ্গুড়ার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে গুনাইগাছা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে মারাত্মক আহত হলে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম