কিশোরগঞ্জে ৮টি মামলায় সাজাপ্রাপ্তসহ ১৪টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এইচএম শফিক মনিরকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ভৈরব থানা পুলিশের যৌথ একটি দল এসআই (নিরস্ত্র) মো. মোবারক হোসেনের নেতেৃত্বে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামি এইচএম শফিক মনির ৮টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তসহ মোট ১৪টি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত।
তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার মো. জয়নাল আবেদীনের ছেলে। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।
বিডি প্রতিদিন/এএম