৮ জুন, ২০২৩ ১৬:৩৯

নরসিংদীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন

নরসিংদীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন

‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর আওতায় আনতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু করছে স্বাস্থ্য বিভাগ। আগামী ১৮ জুন দিনব্যাপী ৬ থেকে ৫৯ মাস বয়সী বিভিন্ন শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, এ বছর নরসিংদী জেলার সাতটি সরকারি হাসপাতালসহ ৩০২টি ওয়ার্ডের ১,৭৬৪টি স্পটে শিশুদের একযোগে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এই ধাপে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ১৭৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪০ হাজার ৩২০জন শিশুকে এ প্লাস ভিটামিন ট্যাবলেট খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

তিনি আরও বলেন, এ প্লাস ভিটামিন ট্যাবলেট খেলে শিশুদের মৃত্যুর ঝুঁকি কমে। তেমনি রাতকানা রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। তাই আপনাদের ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে সরকারি টিকা কেন্দ্রে নিয়ে আসুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপিত হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ-সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর