বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে পুলিশ কার্যালয় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালকের নাম শাহাবুল ইসলাম (২৪)। তিনি রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে।
নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাছ বোঝাই সিএনজিচালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চালক মারা যান।
নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী জানান, দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। অটোরিকশা ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই