ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ১৩ মেধাবী শিক্ষার্থী পেলেন 'বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩' পুরস্কার। এদের মধ্যে শুধু ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের রয়েছেন ৭জন। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেন ৬জন।
ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মৌমিতা হক ইফতি জেলায় প্রথম ও জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে ফুলপুরের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন। এর স্বীকৃতিস্বরূপ তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নিকট থেকে সনদ ও নগদ ৩০ হাজার টাকা পুরস্কার লাভ করেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
ইফতিসহ উপজেলা পর্যায়ে বিজয়ী ১৩ শিক্ষার্থী হলেন- ফুলপুর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান খান, ১০ম শ্রেণির ছাত্রী আতিয়া তাবাসসুম, ৮ম শ্রেণির ছাত্রী আফিফাতুল মেহজাবিন নিধি, ১০ম শ্রেণির ছাত্র ফাহিম তাজওয়ার, একই শ্রেণির ছাত্রী সাদিকা আক্তার সাদিয়া, নিশরাত জাহান হৃদি, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্রী মারিয়া তাবাচ্ছুম, ফুলপুর মহিলা কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের ছাত্রী তৌহিদা আক্তার, মরিয়ম সিদ্দিকী, ফুলপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শাহ মো. রোয়াইদ ও ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মোছা. মারিয়া নাজনীন।
তাদের মাঝে শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় প্রতিজনকে দুই হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় এ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (২০২৩) মো. কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ