বরগুনা সরকারি মহিলা কলেজে প্রকৃতি ও জীবন ক্লাবের "সবুজে সাজাই বাংলাদেশ " কর্মসূচিতে কলেজ চত্ত্বরে শিক্ষক ও শিক্ষার্থীরা ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করেছেন।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলেজ চত্ত্বরে কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষক,শিক্ষার্থী, কর্মচারী ছাড়াও প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি ড. খলিলুর রহমান, উপদেষ্টা মোস্তাক আহমেদ, সোহেলি পারভীন ছবি, সায়েরা খাতুন রুবি, সমন্ময়ক মো. হাসানুর রহমান ঝন্টু, স্বেচ্ছাসেবক ইব্রাহিম রাজু, তাসনিয়া হাসান অর্পিতা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ শাহ আলম বলেন,গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ। এ কথা জেনেও আমরা অপ্রয়োজনে প্রতিদিন গাছ কাটছি। যে পরিমান গাছ আমরা কাটছি রোপন করছি অনেক কম। 'সবুজে সাজাই বাংলাদেশ' এই কর্মসূচির আওতায় আমরা শিক্ষক-শিক্ষার্থী সকলে আজ একাত্ম পোষন করছি যে, বিশেষ দিবসে আমরা গাছের চারা রোপণ করবো এবং বেড়ে উঠতে যত্ন নেব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ