খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে নোয়াখালীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা ছিদ্দিকার উপস্থাপনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ মনির হোসেন।
সাবেক অধ্যক্ষ কাজী মোঃ রফিক উল্যা, বীর মুক্তিযোদ্ধা জিএস আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক আলমগীর ইউসুফ, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু ও আসাদুজ্জামান কাজলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজিমুল হায়দার বিষয়টি নিয়ে আরও মনিটরিং করার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন