২৯ জুন, ২০২৩ ১৫:২৯

তারাকান্দায় অটো চালকের লাশ উদ্ধার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

তারাকান্দায় অটো চালকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় ঈদের দিন আব্দুল খালেক (৬৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তারাকান্দা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ওই লাশ উদ্ধার করে। নিহত আব্দুল খালেক ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চায়না মোড় এলাকার বাসিন্দা। তবে কামারিয়া ইউপি চেয়ারম্যান একেএম আজাহারুল ইসলাম সরকার জানান, তারাকান্দা উপজেলার চর ফরিদপুর গ্রামে আব্দুল খালেকের শশুর বাড়ি। সে দুই বাড়িতেই বসবাস করতো।

জানা যায়, আব্দুল খালেক বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন অর্থাৎ আজ সকালে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিযা পৃর্বপাড়া গ্রামের সড়কের পাশে মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেখানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যান ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল জানান, ময়নাতদন্তের জন্য আব্দুল খালেকের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর