২ জুলাই, ২০২৩ ১৭:৩৩

নকলায় ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী

শেরপুর প্রতিনিধি

নকলায় ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী

শেরপুরের নকলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শুরুর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শান্তির দূত সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অনুষ্ঠানটি অবশেষে ছাত্রলীগের অতীত ও বর্তমান নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।

আব্দুর রশিদ সরকারের সঞ্চালানায় সভায় সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে সোনালী অতীতের নানা সুখদুঃখ হাসিকান্নার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, আব্দুর রশিদ সরকার, বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, শহিদুল ইসলাম মুকুল, আজাহারুল ইসলাম বাবুল, আসাদুজ্জামান মানিক, নুরে আলম সিদ্দিক, আনিছুর রহমান সুজা, মনির হোসেন, রেজাউল হক হীরা, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ছানোয়ার হোসেন, জিকরুল হাসান পিকুল ও মজিবুল আজাদ ডেভিড, বর্তমান উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু হামযা কনক ও যুগ্ম আহবায়ক সৌরভ শাহরিয়ার ছাড়াও বর্তমান সময়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এ সময় নানা সরকারের সময় নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুবর রহমান বিদ্যুৎ, মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, আনিসুজ্জামান, শামীমুজ্জামান মিঠু,নাসির উদ্দিন, নাজমুল হুদা অনিক, সিরাজুল ইসলাম শ্যামল, আমিনুল ইসলামসহ অনেকেই।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর