শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল আটটায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইভিএম’র মাধ্যমে ভোট হচ্ছে এখানে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হন নারী ও পুরুষ ভোটাররা। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। মামলা জটিলতায় ২০ বছর পর ভোট হওয়ায় আনন্দ বিরাজ করছে ভোটারদের মাঝে।
মোট ভোটারের সংখ্যা ১৮ হাজার ৩৩২ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন ও মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার।বিডি প্রতিদিন/এমআই