ঝিনাইদহে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির আয়োজনে বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এতে ঝিনাইদহ জেলা ছাড়াও ৬ উপজেলা থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের চেষ্টা করলে পুলিশ পোষ্ট মোড়ে ব্যারিকেট দেয়। সেসময় পদযাত্রাটি ঘুরে আরাপপুরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস(ছোট) ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম