২০ জুলাই, ২০২৩ ১৬:৩৮

কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে সমাবেশের সভাপতিত্ব করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন শিক্ষক মো. জুনায়েদ হোসেন খান, মো. শাহাজুল ইসলাম শিক্ষক মো. ইউসুফ আলী, আল এমরান হারুন, আখতারুজ্জামান, মো. আতাজুল ইসলাম, মোসা. সালমা কবির, মোস্তাফিজুর রহমান, রুমান মোল্লা, ফেরদাউস ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর