ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নদীতে নিখোঁজ হওয়া আবদুল মালেক (৬৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, বুধবার বিকালে মধ্যগঙ্গা নদী দিয়ে চরইসলামপুর বাজারে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে ভৈরবের একটি ডুবুরিদল দল প্রচেষ্টায় এ লাশ উদ্ধার করে। নিহত আবদুল মালেক উপজেলার পত্তন ইউনিয়নের চাউরাখলা গ্রামের বাসিন্দা ছিলেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, লাশ উদ্বার করার পর সুরতহাল করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।