বরিশালের বাকেরগঞ্জে জামাইকে পিটিয়ে হত্যার পর মুখে বিষে ঢেলে আত্মহত্যার প্রচারনা চালানোর অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। গত শুক্রবার রাত ৯টার দিকে ওই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হতভাগা রাব্বি শরীফ (২৫) একই ইউনিয়নের লোচনাবাদ গ্রামের মুনসুর শরীফের ছেলে এবং পেশায় একজন ট্রলি চালক ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, রাব্বি শরীফ ৪ বছর আগে একই ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের রহিম হাওলাদারের মেয়ে ইয়াছমিনকে বিয়ে করে। তাদের দাম্পত্যে একটি মেয়ে সন্তান রয়েছে।
রাব্বির বাবা মুনসুর শরীফ জানান, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যে কলহ ছিল। গত ঈদের পর পুত্রবধূ ইয়াছমিন পিতার বাড়িতে গিয়ে অবস্থান করে। রাব্বীও ঈদের পর থেকে শ্বশুড় বাড়ি রাত্রিযাপন করছিলেন।
রাব্বির ভাই রাজু শরীফ বলেন, শুক্রবার রাতে রাব্বির শ্বশুর বাডির লোকজন ফোন দিয়ে জানায় সে (রাব্বি) বিষপান করেছে। অসুস্থাবস্থায় তাকে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে মারপিট করে হত্যার পর তার মুখে বিষ ঢেলে দিয়ে শ্বশুরবাড়ির লোকজন অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনিসহ পরিবারের সদস্যরা।
বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে বিষপানে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন অভিযোগ করছে। এ কারণে অধিক তদন্তের জন্য রাব্বির লাশ ময়না তদন্ত করা হচ্ছে। রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল