দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তিনদিন আটকে থাকার পর অবশেষে বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুক্রবার ভোররাতে তারা মুক্তি পান এবং শারজাহতে দলের সঙ্গে যুক্ত হন।
গত ১৪ মে বাংলাদেশ দল প্রথম দফায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায়। বাকি খেলোয়াড়রা নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হলেও রিশাদ ও নাহিদকে আটকে রাখা হয় ডকুমেন্ট যাচাইয়ের জন্য। বিষয়টি এতটাই দীর্ঘায়িত হয় যে, একপর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, তাদের ভিসা বৈধ ছিল। তারা দলের সঙ্গেই গিয়েছিল। কিন্তু ইমিগ্রেশনে আটকে গিয়ে তারা ‘রিভিউ’র মধ্যে পড়ে। মাঝখানে তাদের খুঁজে পাওয়াই যাচ্ছিল না।
বিসিবি দ্রুত আমিরাত ক্রিকেট বোর্ড এবং দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করে। শেষ পর্যন্ত ১৭ মে ভোর আড়াইটার দিকে তাদের মুক্তি মেলে।
এই বিলম্বের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শুরুতে পাকিস্তান থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দুবাই হয়ে বাংলাদেশে ফিরেছিলেন। তখন পিএসএল (পাকিস্তান সুপার লিগ) স্থগিত হওয়ায় তারা দুবাইয়ে স্বল্প সময় অবস্থান করেন। সেসময় কোনো ডকুমেন্টসে ঘাটতি থাকায় হয়তো এবার ইমিগ্রেশনে বাধা সৃষ্টি করেছে।
তিন দিনের জটিলতায় রিশাদ ও নাহিদ দলের দুটি প্রস্তুতি সেশন মিস করেছেন। তাদের ১৮ মে’র প্রথম ম্যাচে মাঠে নামানো হবে কি না, তা নির্ভর করবে শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর।
বাংলাদেশ ১৮ ও ২০ মে শারজাহতে দুটি টি-টোয়েন্টি খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
বিডি প্রতিদিন/এমআই