গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার অধ্যাপক রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ শনিবার (১৭ মে) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ।
অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন এবং মপবিস-২ এর সাবেক সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ