ভারত-পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে সাময়িক স্থগিত হওয়ার পর আজ থেকে ফিরছে আইপিএল। কিন্তু বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা ভেস্তে দিতে পারে আজকের কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ।
শনিবার বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে কেকেআর। প্লে-অফে যাওয়ার দৌড়ে থাকতে হলে গত বারের চ্যাম্পিয়নদের দু’টি ম্যাচই জিততে হবে। ফলে বৃষ্টির সম্ভাবনা চিন্তায় রাখবে কেকেআর শিবিরকে।
১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। শেষ দু’টি ম্যাচ জিতলে ১৫ পয়েন্টে পৌঁছাতে পারবে তারা। কিন্তু শনিবার বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ১ পয়েন্ট পাবে কলকাতা। তাতে সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে তারা।
এদিকে, গুজরাট (১৬), বেঙ্গালুর (১৬), পাঞ্জাব (১৫) ইতোমধ্যেই ১৪ পয়েন্টের বেশি পেয়ে গেছে। মুম্বাই ১৪ এবং দিল্লির সংগ্রহ ১৩ পয়েন্ট। এই দুই দলের খেলা বাকি। সেই ম্যাচে যারা জিতবে তারা ১৪ পয়েন্টের বেশি পেয়ে যাবে। এমনকি সেই ম্যাচ যদি না-ও হয়, তা হলেও মুম্বাইয়ের পয়েন্ট ১৫ হয়ে যাবে। ফলে শনিবার না জিততে পারলে কেকেআরের পক্ষে কোনো ভাবেই প্রথম চারে থাকা সম্ভব নয়।
বেশ কিছু দিন ধরেই বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। শনিবারও বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। সকালে বৃষ্টি না হলেও আকাশে কালো মেঘ রয়েছে। স্থানীয় সময় সন্ধ্যায় ৭টায় টস হওয়ার কথা আরসিবি-কেকেআর ম্যাচের। খেলা শুরু হওয়ার কথা ৭.৩০ মিনিটে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার স্থানীয় সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ। সময় যত এগোবে, বৃষ্টির সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। রাত ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। রাত ৯টায় সেটা বেড়ে বৃষ্টির সম্ভাবনা ৭১ শতাংশ। রাত ১০টার পর বৃষ্টির সম্ভাবনা কমবে। সেই সময় ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আরও কিছুটা কমবে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী রাত ১১টায় বৃষ্টির সম্ভাবনা ৩৪ শতাংশ।
বৃষ্টির কারণে পুরো ৪০ ওভার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভার করে দু’টি ইনিংস না হলে টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে গণ্য হয় না।
তবে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিকাঠামো অত্যন্ত উন্নতমানের। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকায় দ্রুত পানি নেমে যায় মাঠ থেকে। বৃষ্টি থামার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে খেলা শুরু করে দেওয়া যায়।
বিডি-প্রতিদিন/বাজিত