পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম তার পছন্দের বিশ্ব সেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিয়েছেন। যেখানে স্থান পেয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা।
সম্প্রতি বাবর জালমি টিভির একটি পডকাস্টে টি-টোয়েন্টির সেরা একাদশ বেছে নেন তিনি।
বাবর তার সেরা একাদশে পাঁচটি দেশ থেকে দুজন করে খেলোয়াড় এবং একটি দেশ থেকে একজন খেলোয়াড়কে নির্বাচিত করেছেন।
ওপেনার হিসেবে রোহিত শর্মা এবং মোহাম্মদ রিজওয়ানকে রেখেছেন একাদশে। তিন নম্বর পজিশনে ফখর জামানকে রেখেছেন বাবর। এছাড়া ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে রেখেছেন চার নম্বরে।
পরের তিন পজিশনে বাবর রেখেছেন জস বাটলার, ডেভিড মিলার ও মার্কো ইয়ানসেনকে। এ ছাড়া দলের একমাত্র স্পিনার হিসেবে আছেন রশিদ খান। বাবরের একাদশে পেশ আক্রমণে আছেন দুই অজি তারকা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের পাশাপাশি মার্ক উড।
বাবরের সেরা টি-টোয়েন্টি একাদশ
রোহিত শর্মা, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সূর্যকুমার যাদব, জস বাটলার, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, রশিদ খান, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও মার্ক উড।
বিডি প্রতিদিন/এমআই