রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শুক্রবার (১৬ মে) নগরীর শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে ফুলের গাছসহ নানা প্রজাতির বৃক্ষরোপণের আয়োজন করা হয়।
পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরাম এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সাদাকাত হোসেন, স্বাগত বক্তব্য রাখেন শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরাম এর শিক্ষক মোঃ আনিসুর রহমান আনিস, শিক্ষক মোঃ গোলাম রব্বানী, শিক্ষক মোঃ মিলন মিয়া, শিক্ষক মোঃ শহিদুল ইসলাম সাজু, এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রবি দাশ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ ।
রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ সাদাকাত হোসেন বলেন, আসুন, আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় সচেতন হই, গাছ লাগাই, গাছ বাঁচাই এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাই। মানুষের জীবনধরনের অপরিহার্য উপাদান অক্সিজেনের যোগানদাতা হলো বৃক্ষ। কিন্তু যথেচ্ছ বৃক্ষনিধণের ফলে এ অপরিহার্য উপাদানের যোগান কমছে প্রতিনিয়ত। সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষতিকারক গ্যাস কার্বনডাই অক্সাইডের পরিমাণ। অক্সিজেন ও কার্বনডাই অক্সাইডের এই অসমতার ফলে পরিবেশের ভারসাম্য যেমন বিনষ্ট হচ্ছে, পাশাপাশি মানুষের জীবনধারণ হয়ে পড়ছে কষ্টসাধ্য। তাই এ অবস্থা থেকে বাঁচতে যথেচ্ছ বৃক্ষনিধন বন্ধ করা ও অধিক পরিমাণে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি আরা বলেন, আমরা সবাই যদি বাড়ির আঙিনা, স্কুল বা পাড়ায় ফুল গাছ লাগাই, তাহলে আমাদের পরিবেশ আরও সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে। আসন্ন বর্ষায় আমাদের উচিত হবে বেশি করে ফুল গাছসহ বনজ, ফলজ ও ওষুধিগাছ অধিক পরিমাণে রোপণ করা এবং সেগুলোর যত্ন নেওয়া।