পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো একটি আহত সাপের এক্স-রে করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে ‘এনিমেল লাভারস অব পটুয়াখালী’-এর সদস্যরা সাপটি পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসেন। এক্স-রেতে দেখা যায়, সাপটির মাঝ বরাবর হাড়ে ফাটল রয়েছে।
প্রায় তিন ফুট লম্বা, হলদে-কালো রঙের মৃদু বিষধর এ সাপটি আমতলীর পূজাখোলা এলাকা থেকে গ্রামবাসীর লাঠিপেটা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাপটিকে ঢাকায় পাঠানো হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিকের সহায়তায় এক্স-রে করা হয়। স্থানীয় সচেতন মহল বন্যপ্রাণী রক্ষায় এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ