১ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে থানা রোডের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, শহর বিএনপির সভাপতি এএফ এম কাউয়ুম জঙ্গী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় নেতা বেনজির আহমেদ তাবরিজ।
এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন। বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালীন সময়ে সেখান দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাবার সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশ ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।বিডি প্রতিদিন/হিমেল