- হোম
- দেশগ্রাম
- টেকনাফে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২...
অনলাইন ভার্সন
টেকনাফে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২
আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ থানাধীন উনচিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃতরা হল টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনচিপ্রাং এলাকার বক্তার আলমের ছেলে মোঃ নাছির উদ্দিন (২৫) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড নয়া পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে হামিদ হোসেন (৩৭)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল সংবাদ পায় টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২টি স্মার্ট ও ১টি বাটন মোবাইল ফোন এবং ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
