১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, বিদেশে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে এনে বিচার কার্যকর ও বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার সকালে মুজিব সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধ কর্মসূচি পালন করা হয়।
জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ। মানববন্ধনে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ