শিরোনাম
৫ আগস্ট, ২০২৩ ১৪:৩৩

সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি

সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

ঝিনাইদহে সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সদস্য তরিকুল ইসলাম তারেক(৩৫)কে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সে ঢাকার ট্রমা সেন্টার এন্ড অর্থোপেডিক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত তারেক সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের সাবেক চেয়ারম্যান ইসাহাক জোয়ার্দারের ছোট ছেলে। 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তিতে জানা যায়, তারেকের নারিকেল বাড়িয়া বাজারে একটি মোটর সাইকেলের (শো-রুম) দোকান রয়েছে। শো-রুম বন্ধ করে ব্যবসায়িক কাজে সে ঝিনাইদহ শহরে যায়। ব্যক্তিগত কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বুধবার রাত ৯টার দিকে শহর থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে রাতের অন্ধকারে কতিপয় সন্ত্রাসীরা তাকে গতিরোধ করে। ওই সময় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। সে সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

এ ঘটনায় আহতের পিতা সাবেক চেয়ারম্যান ইসাহাক জোয়ার্দার বাদী হয়ে সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলামের আপন ছোট ভাই ও মৃত লোকমান মন্ডলের ছেলে মাহবুর মন্ডলকে ১নং আসামিসহ ১০জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ে করেছেন।  

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শুক্রবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। 

এ সম্পর্কে সুরাট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, স্কুলে ছাত্র-ছাত্রীরা বাইসাইকেলে যাওয়া আসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ এক জায়গায় বসে বিষয়টি মিমাংসা করা হয়। এরই মধ্যে ইসাহাক জোয়ার্দারের ছোট ছেলের নেতৃত্বে কল্যাণপুর গ্রামের মাতব্বর মন্টু মন্ডলকে মারধোর করে ঝিনাইদহ শহরে যায়। এরই জের ধরে ফেরার পথে তারেককে মারধোর করা হয়েছে। এখানে আমার ভাই জড়িত না।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর