৭ আগস্ট, ২০২৩ ১৮:২১

হালুয়াঘাটে ১৭৮ পরিবারের ঠাঁই হচ্ছে নতুন ঠিকানায়

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাটে ১৭৮ পরিবারের ঠাঁই হচ্ছে নতুন ঠিকানায়

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রশাসনের সার্বিক তৎপরতায় নবনির্মিত আরো ১৭৮টি গৃহ ও জমির দলিল হস্তান্তর করা হবে। আগামী বুধবার (৯ আগষ্ট) এই মহতি অনুষ্ঠানটি গণভবন প্রান্ত থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠান কার্যক্রমটি সকলের সহযোগিতায় সফল করার লক্ষ্যে ৭ আগষ্ট (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে কর্মরত সংবাদকর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসান প্রেসব্রিফিং করেন। 

আয়োজিত প্রেসব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন।  

প্রেসব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসান জানান, এর আগে ১ম, ২য়, ৩য়, ৪র্থ পর্যায়ে অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২২৭টি ঘর গৃহহীন পরিবারে মাঝে হস্তান্তরর করা হয়েছে। চলমান কার্যক্রমের হস্তান্তরযোগ্য প্রতিটি গৃহের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৮৪ হাজার টাকা। 

এ ছাডাও উপকারভোগী পরিবারের জন্য সুন্দর পরিবেশে যাতায়াত ও বসবাস করার জন্য সড়ক নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা ও বিদ্যুৎতায়ন করা হবে বলেও জানান তিনি। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর