১১ আগস্ট, ২০২৩ ১০:১৩

মানিকগঞ্জে হেরোইনসহ আটক ২

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জে হেরোইনসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ৭৪ গ্রাম হেরোইনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- সাটুরিয়া উপজেলার গোলড়া পূর্বপাড়া এলাকার মৃত হাসেম আলীর ছেলে ছানোয়ার হোসেন (৩৬) ও ঢাকা জেলার ধামরাই উপজেলার বারবারিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম (৪৩)।

শুক্রবার সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের ইনচার্জ আবুল কালামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যে খবর পেয়ে জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ডের উত্তর পাশে খালি স্থান থেকে ওই যুবকদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন জব্দ করা হয় যার মূল্য প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা। এ বিষয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর