ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, পৌরসভা, ভূমি অফিস, হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্র ছাত্রী শিক্ষক ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল