জাতীয় শোক দিবস উপলক্ষে ‘মুক্তির মহানায়ক’ নামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ম্যুরাল) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের উদ্যোগে নব নির্মিত ম্যুরালের উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমানের সঞ্চালনায় একে একে প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিািরক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, সাহেব আলী পাঠনসহ অন্যরা। পরে ঐতিহাসিক এ স্থান নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।
এর আগে সকালে নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত ‘চেতনার বাতিঘর’ নামে বঙ্গবন্ধুর স্থায়ী ম্যুরালে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা, প্রশাসন, বিভিন্ন স্কুল কলেজ, সংগঠনসহ সর্বস্তরের মানুষের শদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল