চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান।
পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত করে দিনটির সূচনা করে। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন ও ফেরদৌসী ইসলাম জেসী এমপি’র নেতৃত্বে শোক র্যালি বের হয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয় চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল