কুমিল্লার লাকসামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, লাকসাম পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসের শুরুতে কোরানখানি, মিলাদ-মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকসভার আয়োজন করে।
শোক দিবসে আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই সিদ্দিকী, পৌরসভা আ’লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, প্যানেল মেয়র খলিলুর রহমান, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুবলীগ সদস্য মোশারফ হোসেন, ওমর ফারুক চেয়ারম্যান, মোঃ মনির হোসেন, সাজেদুল ইসলাম সজল, মাসুদ পারভেজ রনি, শিহাব খান, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগ সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ।
শোকাবহ আগস্টের সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের পক্ষে লাকসাম উপজেলা আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যালয়ে ১৫ আগস্টের বেদনাদায়ক নির্মম হত্যাকাণ্ডে নিহত জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত-আলোচনা সভা ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল