মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালিতে ৩ জন ছাগল চোরকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে মোনাখালী গ্রামের উত্তর পাড়া খেলার মাঠে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার তিন জন হলো- মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের জহরুলের ছেলে রিকশাচালক সাগর এবং মিয়ারুল ইসলামের ছেলে কবির ও একই গ্রামের খোকন ফকিরের ছেলে রায়হান।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মোনাখালী উত্তর পাড়ার শান্ত শেখের ছাগল চুরি করে রিক্সায় তারা পালাচ্ছিল। এসময় মোনাখালি চকশ্যামনগর মাঠের মাঝে প্রধান সড়ক থেকে ছাগলসহ তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে মোনাখালী উত্তরপাড়া খেলার মাঠে নিয়ে আসলে উত্তেজিত জনতা গণধোলাই দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিডি প্রতিদিন/এএম