যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ‘এদেশের মালিক কোন বিদেশি শক্তি নয়। এদেশের মালিক বাংলার মানুষ। কোনো বিদেশি হুমকিতে এদেশের নির্বাচন হবে না। আমরা স্বাধীন দেশ। আমাদের সংবিধান আছে। নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী। আর বাংলার মানুষ সিদ্ধান্ত নিবে কোন দল ক্ষমতায় আসবে।’
আজ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জ্যাকব এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগ করি। আমাদের নেতা শেখ মুজিবুর রহমান। আমরা জানি কীভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়। আমাদের নেতা সেই পাকিস্তানের কারাগারে ফাঁসির মঞ্চেও মাথা নত করেননি। বঙ্গবন্ধুর সৈনিকরা কখনো কোন অপশক্তির কাছে মাথা নত করে না। করবে না। যে কোনো মূল্যে জামায়াত-বিএনপির অপশক্তি আর ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ।’
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে এমপি জ্যাকব আরও বলেন, ‘এদেশ স্বাধীন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যেই সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।’
চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা আলীগের যুগ্ন-সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহম্মদ উল্লাহ।
বিডি প্রতিদিন/নাজমুল