গাজীপুরের কালিয়াকৈরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী। উপজেলার মডেল মসজিদের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রাসেল। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্রজ গোপাল সাহাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এরপর একে একে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া দিবসটি ঘিরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ