বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দিবসটি পালন করে।
কর্মসূচির মধ্য উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, র্যালি, আলোচনা সভা করা হয়।
পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভুঞা, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ খান, কবিরুল ইসলাম বেগ, অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের নানা দিক সম্পর্কে আলোকপাত করেন।
বিডি প্রতিদিন/এএ