কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে শাপলা মোড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শোক র্যালি বের করা হয়।
এরপর র্যালি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকগণ অংশ নেন। শেষে কলেজ মোড়ের শেখ রাসেল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, সহ-সভাপতি এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। আলোচনা শেষে শেখ রাসেল অডিটরিয়ামে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।বিডি প্রতিদিন/এএম