১৬ আগস্ট, ২০২৩ ২০:০১

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বৃক্ষরোপণের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বৃক্ষরোপণের উদ্বোধন

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমীর শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটরিয়াম চত্ত্বরে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ১টি ঝাউ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণের উদ্বোধন করেন।

এ সময় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি রাখাল কিশোর ঠাকুর, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মনোজ কুমার সাহা, প্রসূন মন্ডল, অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন, গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়াম চত্বরে বৃক্ষরোপণ করে শিল্পকলা একাডেমির ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই কর্মসূচির উদ্বোধন করেছেন। ফুল, পাতাবাহার, ঝাউ ও বিভিন্ন প্রজাতির সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করে জেলা শিল্পকলা একাডেমির ক্যাম্পাস সৌন্দর্যমন্ডিত করে তোলা হচ্ছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর