নড়াইলের লোহাগড়ায় সুফল বিশ্বাস (৩৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকেলে মারপিটের ঘটনা ঘটলেও রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফল মারা যান। নিহত সুফল কল্যাণপুর গ্রামের অনিল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে সুফল জমি থেকে পাট কেটে পানিতে জাগ (পচানো) দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পূর্বের একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের রোস্তম শেখ ও তার দুই ছেলে তমাল শেখ ও রুবেল শেখ হাতুড়ি, লোহার রড দিয়ে সুফলকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ১০টার দিকে সুফল মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন