সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলা শহরের বাজার স্টেশনের সম্পা সুইটস হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন নাটোরের লালপুর থানার মনিহার গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে ইমন আলী (২০) ও একই থানার রামকৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে শামীম আহম্মেদ (৩০)।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।বিডি প্রতিদিন/হিমেল