১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৫১

নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নিখোঁজ ১, আহত ৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নিখোঁজ ১, আহত ৬

গাজীপুরের কালিয়াকৈরের নৌকা ভ্রমণে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম হোসেন নামের এক শিক্ষার্থী নিখোঁজ এবং ৬ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার মকস বিলের তালতলি এলাকায়। নিখোঁজ শিক্ষার্থী সিয়াম হোসেন(২০) উপজেলার মাঝুখান গ্রামের মঞ্জুরুল হোসেনের ছেলে। 

আহতরা হলেন, উপজেলার মাঝুখান গ্রামের এনামুল হকের ছেলে সজিব(২৩), একই গ্রামের সিরাজুলের ছেলে অয়ন হোসেন (২২), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম, (২৫) একই উপজেলার বড়চালা গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহিন মিয়া (২১)। স্কুলের প্রতিষ্ঠাতা মো. সেলিম হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরুজা আক্তার ঝুমুর আক্তার (৩০)। 

কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান জানান, টঙ্গী থেকে আসা একদল ডুবুরি দল নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছেন। এছাড়া আমরা বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করছি। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর