বরিশালের গৌরনদীতে এক বিধবা নারী (৩৫) গণধর্ষণ মামলার আরও এক আসামি আশিক গোমস্তাকে গ্রেফতার করেছে র্যাব-৮। শনিবার রাতে ওই উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তারা। আশিক তাঁরাকুপি গ্রামের কামাল গোমস্তার ছেলে। এ নিয়ে ওই মামলার দুই জন আসামি গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, এক বিধবা নারী গণধর্ষণ মামলার আসামি আশিক গোমস্তাকে আটক করে গত শনিবার রাতে থানায় সোপর্দ করে র্যাব।
রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। এর আগে গত ৩১ আগস্ট রাতে এ মামলার প্রধান অভিযুক্ত আরিফ দেওয়ানকে পুলিশ গ্রেফতার করে।
৩১ আগস্ট রাতে উজিরপুর থেকে গৌরনদীর বার্থী এলাকায় বোনের বাড়ি যাওয়ার পথে গৌরনদীর তারাকুপি এলাকায় এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই রাতেই গৌরনদী থানায় মামলা করেন নির্যাতিত নারী।
বিডি প্রতিদিন/এএম